স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমার লালাবাজারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫৩)। তিনি লালাবাজারের ভরাউট গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল জব্বার ও তার বড়ভাই আব্দুস সাত্তারের মধ্যে পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এর সুত্র ধরে আজ শুক্রবার বিকেল ৩ টায় আব্দুস সাত্তারের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে জব্বার-এর বসত ঘরে ঢুকে পড়ে।
এসময় আব্দুস সাত্তারের ছেলে ফাহিম আহমদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা জব্বারকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ নিহতের ভাতিজা ফাহিমকে আটক করেছে বলে জানা গেছে। বিস্তারিত জানতে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের সাথে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।