সিলেটে তিন ছিনতাইকারী আটক

118


স্টাফ রিপোর্টার
ছিনতাই করে পালানোর সময় ১০ কিলোমিটার ধাওয়া করে সিলেট নগরী থেকে একটি প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের রেঙ্গা-হাজিগঞ্জ এলাকায় ছিনতাই করতে গিয়ে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ফিল্মি স্টাইলে নগর কাঁপিয়ে পালানোর সময় নগরীর বাগবাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।

আটক তিনজন হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতগড়িয়া গ্রামের (বর্তমানে মোগলাবাজার থানাধীন লালমাটিয়া বাবলার বাসার ভাড়াটিয়া) জহুরুল হকের ছেলে হুমায়ুন কবির (২৫), নোয়াখালীর চরজব্বার উপজেলার পূর্বচর গ্রামের (বর্তমানে খোজার খলার বাসিন্দা) খোরশেদ আলমের ছেলে রবিউল হোসেন জাকির (৩৫) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজভাগ গ্রামের (বর্তমানে গোটাটিকর) মৃত জুলফিকার আহমদ সেলিমের ছেলে আরিফুল ইসলাম (২৮)।

এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে একটি লোহার রড, একটি লম্বা রামদা, প্লাস্টিকের হাতল যুক্ত একটি স্কু ড্রাইভার ও একটি প্লাস্টিকের হাতল যুক্ত কাটার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়- রাত অনুমান পৌনে ২ টার সময় ওই ছিনতাইকারী দল প্রাইভেটকার যোগে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে রেঙ্গা-হাজিগঞ্জের নিকটস্থ ব্রিজের পার্শ্বে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকার (চট্ট মেট্রো গ-১১-২৪৫৪) যোগে বেপরোয়া গতিতে সিলেট অভিমুখে পালাতে থাকে।

সেই সাথে এসআই কানুও তাদের ধাওয়া করেন এবং ছিনতাইকারী দলকে ধরার জন্য অন্যান্য মোবাইল দলের সহযোগীতা চান। মোগলাবাজার থানার প্রত্যেকটি মোবাইল দল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের একাধিক স্থানে ছিনতাইকারী দলকে আটকের চেষ্টা করে। কিন্তু বেপরোয়া ছিনতাইকারী দল প্রাইভেটকার নিয়ে উল্কার বেগে বিভিন্ন অলিগলি দিয়ে পালাতে থাকে।

জীবনের ঝুঁকি নিয়ে তাদের ধাওয়া করতে থাকে পুলিশ। একসময় ছিনতাইকারী দল হেতিমগঞ্জ হয়ে শিববাড়ি রেলক্রসিং অতিক্রম করে চান্দাই দিয়ে দক্ষিণ সুরমা থানা এলাকায় প্রবেশ করে। এরপর বিভিন্ন অলিগলি দিয়ে গাড়ি চালিয়ে কাজির বাজার ব্রিজ পার হয়ে কোতোয়ালী থানায় প্রবেশ করে তারা। এসময় বিভিন্ন অলিগলি দিয়ে ফিল্মি স্টাইলে পালানোর চেষ্টাকালে সেহরী খেতে জেগে উঠা লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

কিছু কৌতূহলী জনতাও মোটরসাইকেল ও গাড়িযোগে ছিনতাইকারীদের অনুসরণ করতে থাকে। এভাবে পুলিশ-জনতার যৌথ ধাওয়া চলতে থাকলে এক পর্যায়ে ছিনতাইকারীরা নগরীর বাগবাড়ী এলাকায় গাড়ি থামিয়ে লাফিয়ে বের হয়ে পালাতে থাকে। তখন এসআই কানু সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা পুলিশ ও জনতার সহায়তায় ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হন।

উক্ত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করেন মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক মো. ছাহাবুল ইসলাম, অফিসার ইনচার্জ আখতার হোসেন।

এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে এবং আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।