সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী। আজ শনিবার (৯ মে) সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন তারা।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে ২ জন দক্ষিণ সুনামগঞ্জের ও ১ জন দিরাই উপজেলার। এ নিয়ে সুনামগঞ্জে ৫ জন রোগী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এর আগে দোয়ারাবাজার উপজেলার একজন ও বিশ্বম্ভরপুর উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর ৩ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় ফলাফল ৩ বার নেগেটিভ আসে। পরে তাদের ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফিরে গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজরদারিতে থাকবেন।
তিনি জানান, জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এদের মধ্যে ১০ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অন্যরা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।