নগরীতে মশক নিধন অভিযান শুরু

11

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর ৫টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন অভিযান। এ অভিযান জুলাই মাস পর্যন্ত চলবে।

শনিবার (৯ মে) সকালে শাহজালাল দরগাহ এলাকায় ফগার মেশিন ও ওষুধ স্প্রে করে অভিযানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতিতেও নগরজুড়ে নালা, ছড়া, ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার অব্যাহত রয়েছে। আজ থেকে শুরু হলো ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন অভিযান।

করোনা পরিস্থিতির কারণে সিসিকের জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজও চলছে উল্লেখ করে মেয়র বলেন, মশার উপদ্রব ঠেকাতে নগরবাসীকে নিজ বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এডিস মশার উৎস চিহ্নিতকরণে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে শুরু হওয়া এই মশক নিধন অভিযান জুলাই মাস পর্যন্ত চলবে। অভিযানে মশার লার্ভা দমনের জন্য ‘লার্ভিসাইড’ ঔষধ স্প্রে করা হচ্ছে। উড়ন্ত মশার জন্য এডাল্টিসাইড ওষুধ ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে।

তিনি বলেন, এক, চার, পাঁচ, ছয় ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আজ শুরু হলো এই অভিযান। ক্রমান্বয়ে সিটি করপোরেশনের সবগুলো ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হবে। অভিযানের অংশ হিসাবে ডেঙ্গু মশার উৎস চিহ্নিতকরণের কাজও চলছে।

বাসাবাড়ির আশপাশে, ফুলের টবে, পুরানো টায়ারে, নির্মাণাধীন স্থাপনায় যাতে পানি জমে থাকতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, সংরক্ষিত আসনের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সংরক্ষিত আসনের কাউন্সিলর কুলসুমা বেগম পপি, সংরক্ষিত আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।