স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭০ জনে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৮ জন।
শনিবার (৯ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জের একজন ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনজন রয়েছেন।
এদিকে শনিবার (৯ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে হবিগঞ্জে চুনারুঘাটের নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।