স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম গোলাপ মিয়া (৩০)। সে কদমতলী শামীম মিয়ার কলোনিতে বাস করতো।
জানা যায়, সিলেট নগরীর কদমতলী এলাকায় মারুফ মিয়ার নির্মানাধীন বিল্ডিংয়ে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাপ মিয়া। রাস্তা থেকে রড বিল্ডিংয়ে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।