কমলগঞ্জে আরো ৩ জনের করোনা শনাক্ত

8

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে আরো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও সোনালি ব্যাংক কমলগঞ্জ শাখার পিয়ন হিসেবে কর্মরত দুলাল মিয়া (৩৫), ৭নং ওয়ার্ডের ধানসিড়ি আবাসিক এলাকার, ব্যবসায়ী আমির আলি নবই (৬০) ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদেউবাহাটা গ্রামের আব্দুল আজিজ (৬৭)।

আক্রান্তের খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক রাতেই থানা পুলিশের সহযোগিতায় আক্রান্তদের বাড়ি লকডাউন করেন এবং আক্রান্তদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে সেবা প্রদান নিশ্চিত করেন।

এসময় সাথে থেকে সহায়তা করেন, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ওসি আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভুঁইয়া।