স্টাফ রিপোর্টার
সিলেট নগরীতে পারভেজ (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সে সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী।
শনিবার (৯ মে) রাত সাড়ে ১০ টায় নগরীর বাগবাড়ির নরসিংটিলা পয়েন্ট এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাগবাড়ির নরসিংটিলা পয়েন্টে রাত সাড়ে ১০ টার দিকে শাহাদত, জুয়েল, মোহন ও হাবিবের নেতৃত্ব একদল যু্বক কথা-কাটাকাটির জের ধরে তাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
আহত ছাত্রলীগ কর্মী পারভেজ বলেন, আমি নরসিংটিলায় ছিলাম। এসময় জুয়েল, হাবিব, মোহন ও ছাত্রদল কর্মী শাহাদতসহ কয়েকজন লোক আমাকে এসে ধাক্কা দেয়। এতে আমি প্রতিবাদ করলে তারা আমার উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা আমাকে ঘিরে ধরে কিল-ঘুষি দেয়। এবং রামদা দিয়ে আমার পায়ে এবং হাঁটুর উপরে খোপ দেয়।
খবর পেয়ে সিলেট কোতোয়ালী থানার এসআই বুরহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।