হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত আরও দুজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের একজন নার্স ও অপরজন ব্যাংক কর্মকর্তা।
রোববার (১০ মে) ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। দুজনই নবীগঞ্জ উপজেলার। একজন নার্স এবং অপরজন ব্যাংক কর্মকর্তা।
এ নিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জে মোট আক্রান্ত শনাক্ত হলেন ৯৪ জন। এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন ও একজন মারা গেছেন।