সিলেটে দোকানের এক শাটার বন্ধ করে ব্যবসা

51
ছবি--- রাধে মল্লিক তপন
ছবি— রাধে মল্লিক তপন

স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতি বিবেচনায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষেও সিলেটে দোকানপাট-শপিং মল না খোলার প্রশংসনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিলেটের ব্যবসায়ীরা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে কয়েক দফা বৈঠক শেষে সিলেটের সকল মার্কেট কমিটিই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিলেটের আড়ং শাখা ও হাসান মার্কেট কর্তৃপক্ষ প্রথমে এই সিদ্ধান্ত মেনে না নিলেও গতকাল তারা সবার সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আজ রবিবার (১০ মে) নগরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কাপড়ের দোকানে এক শাটার বন্ধ রেখে কেনা-বেচা করতে দেখা গেছে।

রবিবার দুপুরে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানাসহ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি কাপড়ের দোকানে এক শাটার বন্ধ রেখে কেনা-বেচা চলছে। এতে ভেতরে গাদাগাদি করে দাঁড়াচ্ছেন ক্রেতারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নেই কোনো শারীরিক দূরত্ব, এতে মারাত্মক করোনা ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই তারা ঠাস ঠাস করে লাগিয়ে দিচ্ছেন শাটার, চলে গেলেই এক শাটার খুলে দোকানিরা আবার শুরু করেন কাপড় বিক্রি।

এতে করে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগী বাড়তে থাকা সিলেটকে ফেলা হবে আরো মারাত্মক ঝুঁকিতে- এমন মন্তব্য সচেতন মহলের।