স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের কারণে সংক্রমণ ঠেকাতে সরকার সারা দেশে কারাগারে থাকা প্রায় তিন হাজার বন্দিদের ধারাবাহিকভাবে মুক্তি দিচ্ছে। এ প্রক্রিয়ায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ বন্দি। মুক্তির প্রক্রিয়ায় আছেন আরো ২০ জন।
কারা সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত এ তিন দফায় ১৩ জন বন্দি মুক্তি পেয়েছেন। প্রথম দফায় ৬ মাস থেকে ১ বছর সাজাপ্রাপ্ত ২ জন মুক্তি পান।
দ্বিতীয় দফায় এক থেকে তিন মাস সাজাপ্রাপ্ত ৬ জনের মুক্তির কথা ছিল। তবে ৪ জন জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় মুক্ত হতে পারেননি।
এছাড়া তৃতীয় দফায় তিন মাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত ৯ জন মুক্তি পেয়েছেন। এ দফায় আরো ১৬ জন মুক্তির তালিকায় ছিলেন। তবে তারাও জরিমানা পরিশোধ করতে না পারায় মুক্তি পাননি।
ফলে দ্বিতীয় দফার ৪ জন ও তৃতীয় দফার ১৬ জনসহ মোট ২০ বন্দি এখন মুক্তির প্রহর গুনছেন। তাদের মুক্তির সিদ্ধান্ত হয়ে গেছে। এখন জরিমানার অর্থ পরিশোধ করলেই তারা কারামুক্ত হবেন।
আজ রবিবার সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, ‘তিন দফায় ১৩ জন মুক্ত হয়েছেন সিলেট কারাগার থেকে। আরো ২০ জন জরিমানা পরিশোধ করে মুক্ত হতে পারবেন। সবমিলিয়ে ৩৩ জন মুক্তি পাচ্ছেন এ কারাগার থেকে।’