নবীগঞ্জে এবার করোনায় আক্রান্ত নার্স ও ব্যাংক কর্মকর্তা

7

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরও ২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ আক্রান্তরা হলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্স ও এক ব্যাংক কর্মকর্তা।

আজ রোববার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কুমার কিশোর সাহা।

এর আগে গত ১ মে নারায়ণগঞ্জফেরত ৫ শ্রমিক ও ১ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। ৫ মে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ আক্রান্ত হন ৩ জন। গতকাল ৯ মে করোনা পজেটিভ আসে আরো একজনের। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় পজেটিভ মোট ১২ জন শনাক্ত হলেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনাভাইরাস সন্দেহে নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে আজ ব্যাংকের এক কর্মকর্তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। পরিবারের সকল সদস্যকেও হোম কোয়ারেন্টিনে রাখা হবে।