রংপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের পাশে হারমোনি।

34

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:

বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে। হারমোনির নিজস্ব বাংলাদেশ ফলোয়ার ও শুভাকাঙ্খী নাসিরুজ্জামান মিল্টন রংপুরের কিছু (৩০ টি পরিবার) গরীব অসহায় মহামারী ও আপদকালীন ক্ষতিগ্রস্ত মানুষকে হারমোনি অনুদান ব্যাগ পৌঁছে দিয়েছেন। প্রতিটি ব্যাগে চাল ৮ কেজি, আলু ৩ কেজি, মুসুর ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, পেয়াজ ১ কেজি, সাবান ১টা, ও নগদ ২০০ টাকা। এ ছাড়া প্রতি ব্যাগে ঈদের জন্য সেমাই দুধ ও চিনিও বিতরণ করা হয়। হারমোনির পরিচালক মন্ডলীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে কাজ টি করার জন্য হারমোনির বাংলাদেশ প্রতিনিধি নাসিরুজ্জামান মিল্টন কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উল্লেখ্য হারমোনি যেকোনো বিপদে বাংলাদেশের মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছে।