ফোন ট্যাব-কম্পিউটারে আসক্তিতে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হয়

9

সবুজ সিলেট ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ বাধ্য হয়েই এখন ঘরে থাকছেন। যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে এখন ইন্টারনেট। শিশুরাও বাদ পড়ছে না এই ইন্টারনেটের ব্যবহার থেকে । তবে শিশুদের দীর্ঘসময় মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকা শিশুর চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। যার ফলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, যেহেতু শিশুদের স্কুল এখন বন্ধ এবং এ সময়ে তারা বাইরে গিয়েও খেলাধুলা করতে পারছে না, তাই স্ক্রিনের সামনেই বেশি সময় ব্যয় করছে। তবে বিশেষজ্ঞরা বলেন, শিশুরা স্ক্রিনের সামনে কতো সময় ব্যয় করবে, তা বাবা-মাকে নির্দিষ্ট করে দিতে হবে। বেশি সময় স্ক্রিনের সামনে ব্যয় করতে দেয়া স্বাস্থ্যকর নয়। এ সময়টাতে বাবা-মায়ের উচিত শিশুদের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা।

ব্যস্ত জীবনে আমরা শিশুদের খুব একটা সময় দিতে পারি না। তাই এই অবসরে শিশুদের সঙ্গে কথা বলা, গল্প করা, খেলাধুলা করে সময় কাটাতে হবে। শিশুদের সঙ্গে কথা বলে এ সময়ের জন্য একটি নতুন রুটিন তৈরি করা যেতে পারে। সেখানে অনলাইনে শিশুদের ভিডিও গেম খেলার বিষয়টা থাকবে। তবে সেটা কোনো আগ্রাসী গেম নয়, শিশুতোষ গেম হতে হবে এবং সেটা কতো সময় ধরে খেলবে, তাও নির্দিষ্ট করে দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৮ সালে ভিডিও গেমসের প্রতি আসক্তিকে এক ধরনের রোগ হিসেবে চিহ্নিত করেছে।