মনমোহন সিং অসুস্থ হয়ে হাসপাতালে

11

সবুজ সিলেট ডেস্ক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ। বুকে ব্যথা অনুভব করায় রোববার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি হয়েছেন তিনি।

সংবাদসংস্থা এএনআই-এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

প্রাথমিকভাবে জানা যায়, রোববার রাত পৌনে ৯টার দিকে বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে এইমসের কার্ডিয়ো-থোরাসিক বিভাগে আনা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়।

বর্তমানে মনমোহন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আইসিইউ নয়, আপাতত কেবিনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বক্ষণ নজর রাখছেন।

৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির একই হাসপাতালে তার বাইপাস হার্ট সার্জারি হয়।