সবুজ সিলেট ডেস্ক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা মারা গেছেন। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সঞ্চিতা সাহা ২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন।
তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে। চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবীর পাশাপাশি একজন কবিতা প্রেমিকও ছিলেন সঞ্চিতা সাহা।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আমরা একজন একনিষ্ঠ সহকর্মীকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।