জন্মদিনের পার্টিতে গিয়ে ৪৫ জনের করোনা

13

সবুজ সিলেট ডেস্ক
লকডাউনের মধ্যেও জন্মদিনের পার্টিতে গিয়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। ভারতের হায়দরাবাদের এক ব্যক্তি জন্মদিনের ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, হায়দরাবাদের সরুরনগর এলাকার এক দোকানমালিক জন্মদিনের পার্টিতে বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই ব্যক্তি আবার তার দোকানের এক কর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন।

করোনায় আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসেন পার্টিতে আসা লোকজন। এদের মধ্যে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একইসঙ্গে এত লোক করোনা আক্রান্ত হওয়ার পর নগরীতে করোনাভাইরাসের হটস্পট এলাকার সংখ্যাও বেড়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এই ঘটনার পর ওই এলাকা সোডিয়াম হাইপোক্লোরাইট দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। আর আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।