কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:
মিশিগানে কোভিড-১৯ রোগে মৃত্যু বেড়ে সাড়ে চার হাজার ছাড়িয়েছে। তবে হাসপাতালে ভর্তি এবং সংক্রমণের সংখ্যা কমেছে। ভাইরাসে প্রথম প্রাদুর্ভাবের পর এই সংখ্যা অনেক কময়। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার মারা গেছে ২৫ জন এবং আক্রান্ত হয়েছে ৩৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ১৩৮ জন এবং মারা গেছে ৪ হাজার ৫৫১ জন। গত ২৯ এপ্রিল থেকে রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে আছে। দুই মাস আগে গত ১০ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২৯ মার্চের পর সর্বনিম্ন মৃত্যু হয়েছে রবিবার। এর আগের দিন শনিবার স্বাস্থ্য কোভিড-১৯ রোগে সুস্থদের তথ্য হালনাগাদ করেছিল। শুক্রবার পর্যন্ত ২২ হাজার ৬৮৬ জন রোগী ইতোমধ্যে আরোগ্য লাভ করেছেন। গত ৩০ দিন ধরে তারা ভাল আছেন। তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। সুস্থতার সংখ্যা বাড়ছে একদিকে, অন্যদিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে। শুক্রবার পর্যন্ত সাতদিনে মিশিগানে পরীক্ষা করা হয়েছে ৭৫ হাজার ৭৮২ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৬ হাজার ৫৫ জনের। অর্থাৎ ৭৯ শতাংশ পজিটিভ। দুই সপ্তাহ আগে ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে পরীক্ষা হয় ৪৩ হাজার ১১৩ জনের। এর মধ্যে ৭ হাজার ১৫৭ জন আক্রান্ত হয় যা ১৬ দশমিক ৬ ভাগ। শুক্রবার মিশিগানে ১ হাজার ৪৩৭ রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। দুই সপ্তাহ আগে ২৪ এপ্রিল ২ হাজার ৮৮৯ জন হাসপাতাল ছেড়েছিলেন। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যানুসারে মিশিগান আক্রান্তে যুক্তরাষ্ট্রে সপ্তম স্থানে এবং মৃত্যুর দিক থেকে চতুর্থ।