যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানাতে মঙ্গলবার মিশিগান ডেট্রয়েটের আকাশে উড়বে ব্লু অ্যাঙ্গেলস

28

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:

ডেট্রয়েটে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্যকর্মীসহ সকলকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার আকাশে উড়বে ব্লু অ্যাঙ্গেলস। রুট এবং ওড়ার সময় জানানো হবে বলে টুইটার বার্তায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর ফ্লাইট ডেমোনেস্ট্রেশন টিম। শিকাগো এবং ইন্ডিয়ানাপলিসেও মঙ্গলবার একই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। গত মাসেই ব্লু অ্যাঙ্গেলসের ডেট্রয়েটে আসার তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী থান্ডারবার্ডসের যৌথ প্রয়াস, কোভিড -১৯-এর বিরুদ্ধে যুদ্ধে সামনের ব্যক্তিদের সম্মান করার জন্য ব্লু অ্যাঙ্গেলস এই শ্রদ্ধা জানাচ্ছে। এর মাধ্যমে আমেরিকা যে শক্তিশালী সেই বার্তাও দেওয়া উদ্দেশ্য।