স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর কাজলশাহ এলাকায় পানসী বাজার ডিপার্টমেন্টাল স্টোরের ছাদ থেকে পড়ে পার্থ বিশ্বাস (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। তিনি সিএসএস কোম্পানিতে চাকরি করতেন।
রোববার (১০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ঘুমের মধ্যে অসাবধানতাবশত সে পড়ে গিয়েছে বলে আমরা ধারণা করছি। এজন্য বর্তমানে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।