বিয়েতে সম্মতি না দেওয়ায় গোলাপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা

24

গোলাপগঞ্জ প্রতিনিধি

দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়া সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা করেছেন এনাম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি। খুন হওয়া শিল্পী বেগম নিহত শিল্পি বেগম (৩৮) দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ভাই ডা. আব্দুস সামাদ বলেন, গত কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি চেয়ে আমার বোনকে চাপ দিচ্ছিলেন। সোমবার দুপুরে এ বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীঅর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এনাম উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তাৎক্ষণিক খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত এনাম উদ্দিন পলাতক রয়েছে। পুলিশ থাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।