তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে দিপা আক্তার (৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে এবং তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দুপুরের দিকে পরিবারের অগোচরে খেলার ছলে ঘরের বাইরে যায় দীপা। সন্ধান না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকালের দিকে শিশুটিকে বাড়ীর উত্তর পাশে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান।