কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:
বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে ‘মা’ কে উৎসর্গ করে সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দে রাঙাতে প্রকাশ পেল ‘মনের কিছু কথা’-খ্যাত প্রতিভাধর দেশের সুনামধন্য ব্যান্ড ‘নগর বাউল’ এর ড্রামার বর্তমানে তিনি ‘আর্কে ব্যান্ডে’ অবস্থারত ড্রামার ইমতিয়াজ আলী জিমি। দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জিমেক্স এন্টারট্রেইনমেন্ট ব্যানারে গাটি নিয়ে সাজানো হয়েছে জিমির প্রথম একক অ্যালবাম। ইতি মধ্যে তিনি আরো কিছু একক গান কম্পোজ করেছেন, যা ঈদে প্রকাশ হতে যাচ্ছে। যার মধ্যে ‘আমি তুমি সে’ গানটি এবং মিউজিক করেন আহাদ ফাহিম। ঈদে এই নতুন গানগুলো সঙ্গীপ্রেমিদের হৃদয়ে অনুপ্রেরণা যোগাবেন বলে তিনি মন্তব্য করেন। এই গানগুলোর কথা ও সুরের মৌলিকত্ব ঠিক রেখে ব্যান্ডের আধুনিক সঙ্গীতায়নে রূপ দেয়া হয়েছে। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী জিমি। নতুন এই অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু ব্যতিক্রমী কথামালায় আবৃত গানগুলি নিয়ে সাজানো হয়েছে আমার এ অ্যালবামটি। প্রতিটি গানই সকল সঙ্গীতপ্রেমীকে অনুরণিত করবে। গানগুলো শ্রোতাদের বাড়তি আনন্দ জোগাবে বলে আমার বিশ্বাস।’