করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে৷ আজ সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ ওই কর্মকর্তার নাম জ্যোতির্ময় পাল৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সিনিয়র ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা পদে কর্মরত ছিলেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান এ তথ্য জানিয়েছেন৷
সারওয়ার জাহান বলেন, জ্যোতির্ময় পাল ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চাকরির পাশাপাশি ঢাকার রায়েরবাগে একটি ওষুধের দোকানও চালাতেন৷ গত এক মাস তিনি অফিসে আসেননি৷ এক সপ্তাহ আগে জ্বর ও সর্দি হলে ওষুধাদি সম্পর্কে নিজের ধারণা অনুযায়ী ওষুধ সেবন করতে থাকেন তিনি৷ কিন্তু গতকাল রোববার থেকে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন জ্যোতির্ময় পাল৷ এমন পরিস্থিতিতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতাল ও সেন্ট্রাল হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও ভর্তি নেওয়া হয়নি৷ পরে রাতে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে আজ সকালে জ্যোতির্ময় পালের মৃত্যু হয়৷
সারওয়ার জাহান জানান, কুর্মিটোলা হাসপাতালে ভর্তির পর পরীক্ষার জন্য জ্যোতির্ময় পালের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ কিন্তু প্রতিবেদন আসার আগেই তাঁর মৃত্যু হয়৷