সিলেটে ডিএলওকে মারধরের মামলায় রনজিৎসহ আসামী ২০

17

স্টাফ রিপোর্টার
সিলেটের নগরের টিলাগড় এলাকায় খাওয়ার জন্য পাঠা না দেওয়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে (ডিএলও) মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার দিবাগত রাতে সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় এ মামলা (নং- ৪/২০২০) দায়ের করেন। মামলায় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিৎ সরকারসহ ১০ জনকে নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামী করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা কনক পাল অরূপকে গ্রেফতার করেছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, মামলায় ১০ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে কনক পাল অরূপ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।