হবিগঞ্জ প্রতিনিধি
দুর্নীতির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলিছ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যান মোখলিছ মিয়াকে বহিস্কারের আদেশ দেয়া হয়।
হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, ত্রাণ আত্মসাৎ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অপরাধে তার বিরুদ্ধে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। এ সময় সরকারি ত্রাণ বিতরণের ১ হাজার ৭০০ কেজি চাল জব্দ করেন তিনি।
এক্ষেত্রে অনিয়ম ছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভিজিডির চাল আত্মসাতের। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনার সূত্রে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মোখলিছ মিয়াকে দল থেকে বহিস্কার করেছে।