যুক্তরাষ্ট্র মিশিগানে করোনাতে মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্ত কমেছে

34
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র: মিশিগানে কোভিড-১৯ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৪ জনে। মঙ্গলবার এই তথ্য জানায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ। কিন্তু পরীক্ষা অনুযায়ী আক্রান্তের সংখ্যা আশাব্যঞ্জক। মঙ্গলবার রাজ্যে নতুন করে ৯০ জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। একদিনে সংক্রমিত মানুষের সংখ্যা ৪৬৯ জন। এটা ১৩ তম দিন যে রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে আছে। রাজ্যে আক্রান্ত বাড়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২১ জনে। মারা যাওয়া ৯০ জনের মধ্যে আগের ১৯ জন রয়েছে। তাদের মৃত্যুর সনদ এর আগের বলে জানা গেছে। রাজ্যের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. জোনেইগ খালদুন বলেছেন, রাজ্যে সংক্রমিত মানুষের সংখ্যা ক্রমেই নিম্নের দিকে। গত সাত দিনে নতুন সংক্রমণের সংখ্যা ২৫ শতাংশ কমেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খালদুন। তিনি জানান, পজিটিভের ক্ষেত্রে রাজ্য সঠিক পথেই আছে। খালদুন বলেন, একজন আক্রান্ত হলে তা অনেকের ওপর প্রভাব ফেলে। রাজ্যের সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিকে কড়া নজর রাখছেন। রবিবার রাজ্যে পরীক্ষার মাত্র দশ শতাংশ পজিটিভ ফল এসেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। শুক্রবার পর্যন্ত ২২ হাজার ৬৮৬ জন রোগী ইতোমধ্যে আরোগ্য লাভ করেছেন। কারণ তারা এখনো জীবিত এবং গত ৩০ দিন ধরে তারা ভাল আছেন। তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। সুস্থতার সংখ্যা বাড়ছে এক দিকে, অন্য দিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে। শুক্রবার পর্যন্ত সাতদিনে মিশিগানে পরীক্ষা করা হয়েছে ৭৫ হাজার ৭৮২ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৬ হাজার ৫৫ জনের। অর্থাৎ ৭৯ শতাংশ পজিটিভ। ২ সপ্তাহ আগে ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে পরীক্ষা হয় ৪৩ হাজার ১১৩ জনের। এর মধ্যে ৭ হাজার ১৫৭ জন আক্রান্ত হয় যা ১৬ দশমিক ৬ ভাগ। শুক্রবার মিশিগানে ১ হাজার ৪৩৭ রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। দুই সপ্তাহ আগে ২৪ এপ্রিল ২ হাজার ৮৮৯ জন হাসপাতাল ছেড়েছিলেন।