৪২ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে মিশিগান

34

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:
মিশিগান ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট এর ত্রাণ তহবিল থেকে ৪২ মিলিয়ন ডলার অনুদান পাবে। এই অর্থ স্বাস্থ্য ঝুঁকি আছে এমন এবং বেকার মানুষকে লক্ষ্য করে ব্যয় করা হবে। কেয়ারস অ্যাক্টের দ্বারা এই অর্থ দেওয়া হচ্ছে। এটা অনুদান পাওয়া এক বিলিয়ন ডলারের একটা অংশ। হাউজিং সেক্রেটারি বেন কারসন বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে। কিছু স্থানে আক্রান্ত এবং মৃত্যু কমতে শুরু করেছে। কিন্তু অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে অনেকেই লড়াই করে যাচ্ছেন। এই তহবিল রাজ্যে অর্থনীতিকে সঠিক পথে নিতে দ্রুত আক্রান্ত এবং মৃত্যু কমাতে সহায়তা করবে। এই তহবিল নিম্ন আয়ের মানুষদের খাবার ও স্বাস্থ্য সেবা বিশেষ করে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র ব্যবসায়ী, জরুরি ভিত্তিত বাড়ি ভাড়া পরিশোধ, পুনর্বাসন কিংবা স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে ও ফুড ব্যাংক গড়তে সহায়তা করবে। এগুলো কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে