মাস্ক পরে আড়াই মাইল দৌড়, ফুসফুস ফেটে গেছে যুবকের

19

সবুজ সিলেট ডেস্ক
মাস্ক পরে আড়াই মাইল দৌড়ানোর জেরে ফুসফুস ফেটে গেছে চীনের এক যুবকের। ২৬ বছর বয়সী ঝাং পিং উহান সেন্ট্রাল হসপিটালে গত ৭ মে থেকে চিকিৎসাধীন আছেন।

শুরুতে তিনি বুকের ব্যথা অনুভব করেন। নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ায় এবং বুক অত্যধিক ব্যথার কারণে তিনি হাসপাতালে যান।

চিকিৎসকরা তাকে পরীক্ষার পর দেখেন, ঝাং পিংয়ের ফুসফুস ফেটে গেছে। প্রায় ৯০ শতাংশ চুপসে গেছে। চিকিৎসকরা মনে করছেন, উচ্চ রক্তচাপের ফলে তার ফুসফুস ফেটে গেছে। মাস্ক পরে দৌড়ানোর জেরে এ ধরনের ঘটনা ঘটেছে।

একটি অপারেশনের পর বর্তমানে ওই যুবকের পরিস্থিতি স্থিতিশীল। জানা গেছে, দুই সপ্তাহ আগে দৌড়ানো শুরু করেন তিনি। শুরুতে তিন কিলোমিটার দৌড়ালেও এক সপ্তাহের ব্যবধানে ছয় কিলোমিটার দৌড়াতে গিয়ে এ ধরনের বিপদে পড়েন।

সূত্র : ডেইলি মেইল