সৌদি আরবে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ

10

সবুজ সিলেট ডেস্ক
সৌদি আরবে গত ২৩ মার্চ থেকে ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ। পরে ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিলো। কিন্তু ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে আরো শক্ত অবস্থানে এবার দেশটি।

মঙ্গলবার (১২মে) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে এবারের ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি আরবে মঙ্গলবার করোনা ভাইরাসে ১৫ হাজার ২৫৭ জন আক্রান্ত হয়েছেন । দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯২৫ জন। মারা গেছেন ২৬৪ জন।