সবুজ সিলেট ডেস্ক
মোহাম্মদ খায়রুল। সড়ক দুর্ঘটনায় ‘ডান পা’ গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর কাউখালী থেকে এসেছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখানে (পঙ্গু) ভালো চিকিৎসা হবে না জানিয়ে খায়রুলকে মোহাম্মদপুর কলেজগেটের প্রাইম হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসার কোনো বালাই নেই। নেই অপারেশন থিয়েটার, নেই চিকিৎসক। আছে দুই-তিনজন নার্স।
খাইরুলের পায়ের অবস্থার অবনতি হলে নেয়া হয় অন্য একটি হাসপাতালে। সেখানে অপারেশন শেষে আবার প্রাইম হাসপাতাল আনা হয়। অপারেশনের পর ড্রেসিং পর্যন্ত করা হয়নি ঠিক মতো। বের হয়ে অন্য হাসপাতালে যেতে চাইলে তাতে দেয়া হয় বাধা।
খায়রুলের মতো অনেক রোগীকে পঙ্গু হাসপাতাল থেকে ভাগিয়ে এনে উন্নত চিকিৎসার আশ্বাসে প্রতারণা করছিল বেসরকারি এই হাসপাতালটি। আর তাদের সহায়তা করত দালাল চক্র। এই চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে।
র্যাব-২ এর এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা হাসপাতালটির সকল কার্যক্রম খতিয়ে দেখছি। তাদের অপারেশন থিয়েটার থাকলেও মনে হচ্ছে ‘ভুয়া চিকিৎসক’ দিয়ে রোগীদের অপারেশন করত। অভিযান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।’