স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ও হবিগঞ্জে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সুনসামগঞ্জে ৫ জন ও হবিগঞ্জের ১জন রয়েছেন। বুধবার ঢাকা থেকে আসা রিপোর্টে তাদের করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানানো হয়।
হবিগঞাজে শনাক্ত হওয়া ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। এনিয়ে জেলায় মোট শনাক্ত হলেন ১১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ এবং মারা গেছেন ১ জন।
এদিকে, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসউদ্দিন জানিয়েছেন, ঢাকার ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় রিপোর্ট মঙ্গলবার এসেছে। এরমধ্যে ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। শনাক্ত হওয়াদেরর মধ্যে তাহিরপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জের ১ জন ও দিরাইয়ের ১ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৬৮ জনের।
সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩১৬ জনের। বিভাগের অন্য দুই জেলা সিলেটে ৮৮ জন ও মৌলভীবাজারে ৪৮ জন শনাক্ত হয়েছেন।