মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর হাসপাতালের একজন নার্স করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তার শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনায় আক্রান্ত মৌলভীবাজার সদর হাসপাতালের ওই নার্সের বাড়ি কমলগঞ্জের শমশেরনগরে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, করোনায় আক্রান্ত নার্সের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাকে নিজ বাসায় আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে বুধবার রাতেই ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে।