সিলেট হকার মার্কেটের ব্যবসায়ীর করোনা শনাক্ত

23

স্টাফ রিপোর্টার
করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া হকার মার্কেটের ব্যবসায়ী আব্দুল জলিল (৬০) করোনায় আক্রান্ত নন। বুধবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি বলেন, আব্দুল জলিল নামের যে ব্যাক্তি শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন তার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত নন।

এদিকে, গতকাল বুধবার সিলেট জেলায় ১৫ জনের করোনা পজেটিভ আসে। এ খবর আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হকার মার্কেটের ব্যবসায়ী আব্দুল জলিল করোনায় আক্রান্ত এমন পোস্ট দেন কিছু মানুষ। এতে মার্কেটের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

তবে, করোনায় আক্রান্ত না হলেও আব্দুল জলিল এখনো শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গত ১০ মে করোনার উপসর্গ নিয়ে তিনি সেখানে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।