কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:
মিশিগানের গভর্ণর গ্রেচেন হুইটমার বলেছেন, স্টে হোম অর্ডারের বিরুদ্ধে বিক্ষোভ হলে তা বলবৎ থাকবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে এটা প্রয়োজন বলে তিনি জানান। বুধবার জাতীয় টেলিভিশনে তিনি এই কথা বলেন। গভর্ণর এবিসি নিউজ চ্যানেলের দ্য ভিউ কে বলেন, আমি সত্যি কথা বলবো না যদি আমি বলি যে এটা আমাকে পীড়া দিচ্ছে না। দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার স্টে হোম অর্ডার নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন, তার ব্যাপক ক্ষতি হবে না হয় তিনি হত্যার শিকারও হতে পারেন। বৃহস্পতিবার সকালে আরেকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। হুইটমার বলেন, করোনা ভাইরাস থেকে মিশিগানবাসীকে বাঁচাতে তিনি বিজ্ঞানের কথাই চিন্তা করবেন। দেশের মধ্যে করোনা ভাইরাসের অন্যতম দুর্যোগপূর্ণ এলাকা মিশিগান। তার স্টে হোম অর্ডারই মানুষের জীবন রক্ষা করছে। কারণ এতে সংক্রমিত মানুষের সংখ্যা ক্রমেই কমছে। তিনি মিশিগান রাজ্যের পুলিশকেও এজন্য ধন্যবাদ জানান। কারণ এটা মানতে সহায়তা করছে। সাম্প্রতিক সপ্তাহে গভর্ণর কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস সেল ফোনের তথ্য বিশ্লেষণ করে বলছে, মিশিগানে ঘরের বাইরে মানুষের যাওয়াটা অনেক বেড়েছে। নিষেধাজ্ঞা সত্বেও রাজ্যে এই সংখ্যা অনেক বেশি। এর আগে গত ৩০ এপ্রিলও গভর্ণরের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়। এমনকি তাকে হত্যা করারও হুমকি দেওয়া হয়। বন্দুক নিয়ে আসা হয় বিক্ষোভে। এরপর কয়েক দফা বিক্ষোভ হয়। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিক্ষোভকে সমর্থন জানান এবং মিশিগানকে খুলে দেওয়ার আহ্বান জানান।