দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে হামলা-ভাংচুর, আহত ২৫

26

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলা, বাড়ি-ঘর, দোকান ভাংচুর ও মোটরসাইকেল, ফ্রিজসহ আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২ ঘণ্টা-ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২ টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত গ্রামের শাহজাহান মিয়া (৩৫), আব্দুল আহাদ (৪৬), নজরুল মিয়া (৫৫), মোশাহিদ মিয়া (৪০), শাহজাহান মিয়া (২৮), রাসেল মিয়া (২০), চন্দন মিয়া (২২), রাসেল মিয়া (২০), গুলনাহার (৬০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর নৃপেন্দ্র দাস (৬০), মিলন উদ্দিন (৬০), সৌরভ মিয়া (২৪), জাহেদ মিয়া (২৩), জুনেদ মিয়া (৩৫), লিটন মিয়া (৩৪), আব্দুস মিয়া (৬০), করফুর নেছা (৫০), ছারফুল নেছা (৩৭), রোমেনা আক্তার (২০), গিয়াস উদ্দিন (৬০), মিলাদ হোসেন (২০), সাজু (২৪), তসকির (২০), রায়হান (২০), শ্যামলীসহ (২৪) অন্যান্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাদল মিয়ার লোকজনের সাথে ছাদ মিয়া ও সেনু মিয়ার নেতৃত্বে গ্রাম বৃহৎ অংশের পূর্ব বিরোধ ছিল। গতকাল বুধবার বাদল মিয়ার লোকজনের হাতে অপর পক্ষের এক যুবক লাঞ্ছিত হয়। এরই জের ধরে আজ বৃহস্পতিবার গ্রামের শতশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদল মিয়া ও তার লোকজনদের বাড়িঘরে হামলা চালায়।

এসময় হামলাকারীরা বাদল মিয়ার পক্ষের আব্দুল মালিকের বসত ঘর ও আব্দুল ওয়ারিছের দোকান ভাংচুর করে। এছাড়া বাদল মিয়ার বাড়ির দরজা জানালা ভাংচুর ও তাঁর ঘর থেকে মোটর সাইকেল ফ্রিজসহ আসবাবপত্র বের করে উঠানে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি কে এম নজরুল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।