সিলেটের দুই ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত

22

স্টাফ রিপোর্টার

সোমবার (৬ জুলাই) সিলেটের দুই ল্যাবকে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৫২ জন এবং শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ৬জন চিকিৎসক ও কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।

ওসমানীর ল্যাব: সোমবার (৬ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৩৮ জন, জৈন্তাপুর উপজেলার ৪ জন, ফেঞ্চুগঞ্জের একজন, গোয়াইনঘাট উপজেলার ১ জন, দক্ষিণ সুরমার ২ জন, জকিগঞ্জ উপজেলার ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রয়েছেন।

শাবির ল্যাব: এদিকে সোমবার (৬ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১৪ জন সুনামগঞ্জের ও ১৪ জন সিলেটর।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন ৮০ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩৪২ জন।

এদের মধ্যে সিলেটে জেলায় ২৮৭৫ জন, সুনামগঞ্জে ১১০৬ জন, হবিগঞ্জে ৮০৪ জন, ও মৌলভীবাজারে। ৫৫৭ জন। বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৮৯ জন।