গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

19

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় চালক ও যাত্রীদের বিরুদ্ধে মোট ১৫ টি মামলা এবং এসব মামলা থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (০৬জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ১৫টি মামলা ও ২০০টাকা করে মোট ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগীতা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।