সিলেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান, ১৩৭ জনকে জরিমানা

26

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুস্মরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে গণপরিবহনসহ নগরী ও উপজেলায় পর্যায়ে বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিলেট মহানগর এলাকায় ৩টি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা/সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে আরও ১৩টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে জনগণের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতা এবং মনিটরিং ও নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলায় মোট ১৩৭ জনকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব জানান- করোনা বিপর্যয় ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। তাই মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।