গোলাপগঞ্জে শিক্ষকের করোনা শনাক্ত

27

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জে নতুন করে এক শিক্ষকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

জানা যায়, আক্রান্ত ব্যক্তি উপজেলার আমুড়া ইউনিয়নের বাসিন্দা একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল হামিদ (৪৫)।

এদিকে নতুন আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ১ জনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৮জন, সুস্থ হয়েছেন ৮০ জন। মৃত্যুবরণ করেছেন ৮ জন।