শাহ আলম,গোয়াইনঘাট::
সিলেটের গোয়াইনঘাটে জেলা পরিষদের অর্থায়নে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার জাফলংয়ের ছৈলাখেল অষ্টমখন্ড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় নাজিম উদ্দিনের বাড়ি থেকে মরম মিয়ার বাড়ি পর্যন্ত ৫ লাখ টাকা বরাদ্দের ২শ’ ২৫ ফুট এ রাস্তাটির
নির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরান।
এ সময় উপস্থিত ছিলেন, নির্মাণ কাজের ঠিকাদার এরশাদুল হক চৌধুরী, জাফলং পিয়াইন বার্তা পত্রিকার সহকারি সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী মো. হারুন মিয়া ও আলিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।