আলাল হোসেন রাফি, দক্ষিণ সুনামগঞ্জ ::
পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুর্ভোগ দেখা দিয়েছে ‘হাওরের রাজধানী’ খ্যাত সুনামগঞ্জ জেলায়। এই দুর্ভোগ থেকে রেহাই পায়নি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ও করোনা মহামারীতে যখন সবাই দিশেহারা ঠিক এই মুহুর্তে আকস্মিক বন্যা যেন ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে এই অঞ্চলের মানুষের মাঝে।
নিজ এলাকার মানুষের এমন দুর্দিনে সূদুর প্রবাস থেকে একটি মানবিক উদ্যোগ গ্রহন করেছেন ‘পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদ’ এর সদস্যবৃন্দ। মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন এই গ্রুপের দায়িত্বশীলরা। অর্থ সংগ্রহের কাজ চলমান রয়েছে। সংগ্রহের কাজ চলবে ২০ জুলাই পর্যন্ত। ২২ জুলাই সংগ্রহকৃত টাকা বিতরণ করা হবে ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে। স্থানীয় কয়েকজন সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই টাকা ভোক্তভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
পশ্চিম পাগলা ইউনিয়নের সকল প্রবাসীদের স্বেচ্ছায় এই মানবিক কাজে অংশগ্রহনের আহবান জানিয়েছেন প্রবাসী পরিষদের দায়িত্বশীলরা।
উল্লেখ্য, এটি পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় কার্যক্রম। এর আগে গত ১৯ মে করোনায় বিপাকে পড়া অসহায় ৭৮৩ টি পরিবারকে আর্থিক সাহায্য করেন ‘পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদ।