দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে মেয়েদের ইবাদাতের জন্য ‘ইবাদাত খানা’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৬জুলাই) প্রধান অতিথি হয়ে ইবাদাত খানার উদ্বোধন করেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, হজরত শাহজালাল (রহ.) এর পূণ্যভূমি সিলেট।র্ বিশ্বাসের শিকড় সিলেটের মানুষের হৃদয়ের গভীরে প্রোথিত। ব্যক্তির জীবনে ধর্মীয় শিক্ষার প্রভাব সুদূপ্রসারী। শরিয়তে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সাধারণ ধারায় প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞানার্জনের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চাই মোহাম্মদ মকন উচ্চবিদ্যালয় ও কলেজে আজ যেভাবে ছাত্রীদের ইবাদাতের জন্য ইবাদাত খানা স্থাপন করা হয়েছে। এভাবে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠাতে ছাত্রীদের জন্য ইবাদাত খানা স্থাপন করা হোক।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোল্লারগাও ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. শহীদুর রব, জালালাবাদ বি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তজমুল ইসলাম, মোহাম্মদ মকন উচ্চবিদ্যালয় কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, মিজান আহমদ রুমন, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় কলেজের প্রতিষ্টাতা পরিবারের সদস্য মকবুল হোসেন কয়ছর, শিক্ষানুরাগী বখতিয়ার আহমদ ইমরান প্রমুখ।
বিজ্ঞপ্তি:-