জামালগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন

26

জামালগঞ্জপ্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপন কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর,জামালগঞ্জের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ আজিজল হক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার দীপক রঞ্জন সরকার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুরর হমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরো পনকর্মসূচি উদ্ভোধন করাহয়েছে। দেশীয়ফল ও গাছেরচারা রোপনের মাধ্যমে পুষ্টির চাহিদাসহ পরিবেশের ভারসাম্য রক্ষাহবে।