ছাতক প্রতিনিধি::
ছাতকের ফকিরটিলা এলাকার বাসিন্দা মৃত শাহ সামছু মিয়ার পুত্র, যুক্তরাজ্য প্রবাসী শাহ বশির মিয়া(৫৭) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। সোমাবার মধ্য রাতে ঢাকার আনোয়ার খান মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় এক মাস আগে ঢাকায় এসে বোনের বাসায় অবস্থান করছিলেন তিনি।
গত ১৪ জুন ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি আনোয়ার খান মেডিকেল হামসপাতালে ভর্তি হন। এখানেই চিকিৎসাধীন অবস্থায় তার কারোনা পজেটিভ সনাক্ত হয়। বশির মিয়া ছাতক সিমেন্ট কারখানার সাবেক শ্রমিক নেতাও ছিলেন।