ছাতক প্রতিনিধি::
ছাতকে বিয়ের মেহেদীর রং মুছে যাবার আগেই মৃত্যুর পথ বেচে নিয়েছে সাবিনা বেগম(১৯) নামের এক নববধূ। বিয়ের এক মাস যেতে না যেতেই সে আত্ম হনন করার ঘটনায় এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই এটাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না। সাবিনা বেগম শহরের নোয়ারাই ইসলামপুর এলাকার শ্রমিক সুমন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে নোয়ারাই ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র সুমন মিয়ার সাথে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভইশমারা গ্রামের আব্দুর রহিমের কন্যা সাবিনা বেগমের বিয়ে হয় পারিবারিকভাবে।
সোমবার রাতে বরাবরের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাবিনা বেগম। মঙ্গলবার ভোরে স্ত্রীকে পাশে না দেখে তাকে খুঁজতে বের হয় স্বামী সুমন মিয়া। এক পর্যায়ে পাশের একটি গোয়াল ঘরের তীরের সাথে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখেতে পায় সে। এসময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বেড়া ভেঙ্গে রশি কেটে নববধূ সাবিনা বেগমকে মাটিতে নামায় সুমন মিয়া ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে দুপুরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করে।