গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জে বৃদ্ধ জমির উদ্দিনকে নির্যাতনকারী ছেলের মা ও তিন ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার লক্ষনাবন্দী ইউনিয়নের নোয়াইচক গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, জমির উদ্দিনের স্ত্রী আশকারুন বেগম (৪৫), বড় ছেলে ছালেক আহমদ (২৪) ও ছোট ছেলে মানিক মিয়া (২০) এবং ছালিক আহমদকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃদ্ধ জমির উদ্দিন সন্তানদের না জানিয়ে ঋণ গ্রহণ করেছিলেন। এমনকি গরু বিক্রি করে টাকা না দেওয়ার কারণে এমন নির্যাতন তারা চালিয়েছে। জমির উদ্দিন অপমান সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি আসলে খুবই ন্যাক্ষারজনক।