ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পানিতে ভাসমান অবস্থায় এক অষ্ঠাদশীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হালদা নদী থেকে অজ্ঞাতনামা এ যুবতীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
দুপুরে ভাতগাঁও গ্রামের হালদা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজ্জাদুর রহমান ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় যুবতীর গলিত উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
পরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনা স্থল পরিদর্শন করেন। ৩০ জুন একই এলাকা থেকে অজ্ঞাতনামা আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল বলে জাউয়া পুলিশ তদৗল্প কেন্দ্রের এসআই সোহেলরানা জানিয়েছেন।