সিলেটে হত্যা চেষ্টা মামলায় ২ ভাই গ্রেপ্তার

146

স্টাফ রিপোর্টার 

সিলেটের কুশিঘাট ও কোর্টপয়েন্ট থেকে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার দিবাগত রাত ২টা থেকে ৩ টা পর্যন্ত র‍্যাব-৯ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলো- গোলাপগঞ্জের উত্তরভাগ গ্রামের মৃত খলকু মিয়ার ছেলে মো. আবুল কালাম আজাদ (২৫) ও সাজুল ইসলাম আসিফ (৩০)।

মামলাটি গোলাপগঞ্জ থানায় তদন্তাধীন থাকায় আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।