কামরুজ্জামান হেলাল,
যুক্তরাষ্ট্র:
নিউইয়র্কে গত এক মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নগরীতে হঠাৎ করে বেড়ে গেছে অপরাধ। অস্ত্র–সহিংসতা অতীতের রেকর্ড ছড়িয়ে গেছে।শুধু আমেরিকার স্বাধীনতা দিবসে নতুন সপ্তাহ শুরু হওয়ার আগেই নগরীর বিভিন্ন জায়গায় ৬৪জন গুলিবিদ্ধ হয়েছেন।এসব ঘটনায় মারা গেছেন কমপক্ষে ১০জন।
নগরীর ব্রঙ্কসের ৬ বছরের শিশু নিয়ে রাস্তা পারাপারের সময় ২৯ বয়সী এন্থনি রবিনসন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধ ওই ব্যক্তি সাথে সাথে রাস্তায় লুটিয়ে পড়েন। যদিও শিশুটির প্রাণে বেঁচে গেলেও বাবা ঘটনাস্থলে মারা যান।বন্দুকধারী আরও কয়েক রাউন্ড ফাঁকা জায়গায় গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডে কাউকে এখনো গ্রেফতার করা যায়নি এমনটি জানিয়েছে এনওয়াইপিডি পুলিশ ডিপার্টমেন্ট।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে, নগরীতে ২০১৬ সালের পর প্রথমবারের মতো বছরের প্রথমার্ধে ৪০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। গত মাসের শেষের দিকে ৫০০টি এবং শুধু জুন মাসে ২০৫টি যা ১৯৯৬ সালের পর এ মাসের মধ্যে সবচেয়ে বেশি বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে।
নিউইয়র্ক নগরীর মতো অন্যান্য শহরেও গোলাগুলির ঘটনা ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিশেষ করে শিকাগো, যেখানে হত্যাকাণ্ডের বর্তমান গতি শহরটি ২০১৬ সালে রেকর্ড সর্বোচ্চ ৭৭৮ এর কাছাকাছি পৌঁছেছে। শিকাগোতে ২ জুলাই পর্যন্ত ৩৩৬ টি খুনের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের জনসংখ্যার প্রায় তিনগুণ বেশি জুনের শেষে ১৮১ জুন খুন হয়েছেন। গত বছরের একই সময়ে ১৪৭জন এবং ১৯৯০- ১৯৯১ সালে এই হত্যাকাণ্ডের সংখ্যাটি ২ হাজার ছাড়িয়েছিল।
হঠাৎ করে নগরীতে এই গোলাগুলির ঘটনা ও আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ার কারণ মেয়র বিল ডি ব্লাজিও এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।
ব্লাজিও সোমবার সংবাদ সম্মেলনে বলেন, নগরীতে গোলাগুলির ঘটনাটি বেশ কয়েকটি কারণ দ্বারা পরিচালিত হয়েছে। তবে মূলত গত চারমাস ধরে ঘটে যাওয়া ঘটনা করোনাভাইরাস হিসেবে তিনি দায়ী করেন।আদালত ব্যবস্থা কাজ করছে না, অর্থনীতি কাজ করছে না। করোনাভাইরাসের কারণে কয়েকমাস ধরে সৃষ্ট এই জটিলতাই দায়ী বলে মেয়র মন্তব্য করেন।
তবে উর্ধ্বতন নিউইয়র্ক পুলিশ কর্মর্কতারা সহিংসতা বৃদ্ধির কারণটিকে আইনজীবী এবং প্রসিকিউটররা গত কয়েক বছরে কার্যকর হওয়া ফৌজদারি বিচার সংস্কারের জন্য দায়ী করেছেন।